×

লং মার্চে গুলিবিদ্ধ ইমরান খান

আর্ন্তজাতিক ডেস্ক: লং মার্চে গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। অনলাইন জিও নিউজ বলেছে, গুজরানওয়ালায় আল্লাহওয়ালা চকে অভ্যর্থনা ক্যাম্পের কাছে ইমরান খানের ওপর গুলি করা হয়। এরপরই সেখানে আকস্মিকভাবে বিশৃংখল এক অবস্থার সৃষ্টি হয়। প্রাথমিক খবরে বলা হয়েছে, তার পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তিনি আশঙ্কামুক্ত। সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সময় ইমরান খান কন্টেইনারের ওপর ছিলেন। আহত হয়েছেন কয়েকজন। এ ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।