আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেন হামলায় রাশিয়ার সঙ্গে যোগ দিয়েছে বেলারুশের সেনারা। ইউক্রেনের কর্মকর্তাদের উদ্ধৃত করে বহু রিপোর্টে এ কথা বলা হয়েছে। তাতে বলা হচ্ছে, রাশিয়ার সেনাদের সঙ্গে যোগ দিয়েছে বেলারুশের সেনারা। এর অর্থ হলো- ইউক্রেনের বিরুদ্ধে এই হামলা এখন শুধু পূর্ব দিক থেকেই হচ্ছে এমন নয়। হামলা হচ্ছে উত্তরে বেলারুশের দিক থেকেও। এ দেশটি দীর্ঘদিন রাশিয়ার মিত্র। বিশ্লেষকরা বেলারুশ নামের ছোট্ট রাষ্ট্রটিকে রাশিয়ার ‘ক্লায়েন্ট স্টেট’ বলে অভিহিত করেন। রাশিয়ার সেনারা পূর্ব দিক দিয়ে ইউক্রেনে আক্রমণ চালিয়েছে।
দক্ষিণে ওডেশার দিকে অগ্রসর হচ্ছে সেনারা। তার সঙ্গে উত্তরে বেলারুশ যোগ দিয়েছে।
