×

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের ব্যবস্থা চায় ইরান

আর্ন্তজাতিক ডেস্ক: রেভ্যুলুশনারি গার্ড কোরের অভিজাত কুদস বাহিনীর সাবেক কমান্ডার কাশেম সোলায়মানিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের কঠোর ব্যবস্থা চায় ইরান। এ জন্য আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। ইরান বলেছে, কুদস বাহিনীর তখনকার কমান্ডার কাশেম সোলায়মানি দু’বছর আগে কূটনৈতিক এক মিশনে ইরাকের রাজধানী বাগদাদে গিয়েছিলেন। এ সময় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় তার গাড়িবহরকে ধ্বংস করে দেয়া হয়।

শনিবার দিনের শেষের দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে ইরান। এতে ইরানের প্রেসিডেন্সিয়াল বিভাগের অফিস থেকে সব ক্ষমতা ব্যবহার করে সব আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্র সরকারকে নিন্দা জানিয়ে একটি প্রস্তাব এবং ভবিষ্যতে এমন কর্মকা-ে উনুৎসাহিতকরণ। চিঠিতে আরো বলা হয়, বছরের পর বছর যুক্তরাষ্ট্র অতিমাত্রায় একতরফাভাবে একশন চালিয়ে যাচ্ছে।

এর মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘন করছে। ৩রা জানুয়ারি কাশেম সোলায়মান হত্যার দ্বিতীয় বর্ষপূর্তি। তার আগে এমন আহ্বান ইরানের।