×

ডয়চে ভেলের সম্প্রচার বন্ধ করল রাশিয়া

আর্ন্তজাতিক ডেস্ক: জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের (ডিডাব্লিউ) সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিয়েছে রাশিয়া। রাশিয়া টুডে (আরটি) টেলিভিশনের সম্প্রচার কার্যক্রম জার্মানিতে বন্ধ করে দেওয়ার পর মস্কো পাল্টা এই ব্যবস্থা নিয়েছে।

মস্কোর এ সিদ্ধান্তের ফলে ডয়চে ভেলের মস্কো ব্যুরোর কার্যক্রম স্থগিত থাকবে এবং সেখানে কর্মরত সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ডও বাতিল করা হয়েছে। ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর মধ্যে যখন উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছেছে তখন দুই দেশ এ পাল্টাপাল্টি ব্যবস্থা নিল।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মস্কোয় ডিডাব্লিউ’র অফিস বন্ধ করে দিতে রাশিয়ার প্রশাসন ঘোষণা দেয়। রাশিয়ায় কর্মরত ডিডাব্লিউ’র সমস্ত সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একইসঙ্গে রাশিয়ার ভূখণ্ডে টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার কার্যক্রম পরিচালনার জন্য যেসব যন্ত্রপাতি ও স্যাটেলাইট বসানো ছিল সেগুলো ফেরত দেবে।

ডয়চে ভেলের মস্কো ব্যুরোর প্রধান জুরি রিচেতো জানান, তাকে শুক্রবার সকালের মধ্যে কার্যালয় বন্ধ করার নির্দেশ দিয়েছে রাশিয়া।

সম্প্রতি জার্মানিতে রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম আরটি’র জার্মান ভাষার অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। জার্মানি জানিয়েছে, কিছু টেকনিক্যাল কারণে তা বন্ধ করা হয়েছে।

ঠিক এক দিন পরই ডয়চে ভেলের মস্কো ব্যুরো বন্ধ ঘোষণা করল রাশিয়া।

ফলে রাশিয়ায় কর্মরত সংবাদকর্মীরা কোনো ধরনের সংবাদ তৈরি করতে পারবে না। ডিডাব্লিউ’র ডিরেক্টর জেনারেল পিটার লিমবুর্গ রাশিয়ার এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন। এ বিষয়ে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জার্মানির এ টেলিভিশন চ্যানেলকে তারা বিদেশি এজেন্ট হিসেবে গণ্য করেছে এবং ভবিষ্যতে এ ধরনের আরো পদক্ষেপ নেওয়া হবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, জার্মানির যেসব কর্মকর্তা রাশিয়ার টেলিভিশন চ্যানেল নিষিদ্ধ করার সঙ্গে জড়িত ছিলেন তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে যাতে তারা রাশিয়ায় প্রবেশ করতে না পারেন।