×

ঈদুল ফিতরের পরে দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরের পরে সংযুক্ত আরব আমিরাতে টিম পাঠিয়ে প্রবাসীদের ভোটার করতে পাইলট প্রকল্প চালু করা হবে।

আজ বুধবার নির্বাচন কমিশনের সভা শেষে এক সংবাদ ব্রিফিংএ ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম এসব কথা জানিয়েছেন।

ইসি সচবি জানান, ভোটার হওয়ার উপযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট দূতাবাসে এসে আবেদন করবেন। এরপর আবেদন দেশে স্থানীয়ভাবে যাচাই-বাছাই ও তদন্ত হবে। পরে দূতাবাসে এসে ফিঙ্গারপ্রিন্ট ও অন্যান্য তথ্য নেওয়া হবে। দেশে নির্বাচন কমিশন স্মার্ট কার্ড তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে। সেখান থেকে এনআইডি নিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা।