×

সৌদি আরবে আজ ঈদ

আর্ন্তজাতিক ডেস্ক: সৌদি আরব ও এর আশপাশের দেশগুলোতে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর। বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ দেখা গেছে। এর প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট। এতে বলা হয়, তুমাইর অবজার্ভেটরির চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার চাঁদ দেখতে পেয়েছে। এর ফলে সৌদি আরবে এ বছর পবিত্র রমজান মাস ২৯ দিনের। এর প্রেক্ষিতে রয়েল কোর্ট বিবৃতি দিয়েছে। তাতে বলেছে, ক্রিসেন্ট ডিপার্টমেন্ট অব সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে আজ শুক্রবার ২১ এপ্রিল। এ উপলক্ষ্যে পবিত্র দুই মসজিদের রক্ষক বাদশা সালমান, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সব নাগরিক, অধিবাসী, সব মুসলিমের প্রতি শুভে”চ্ছা জানাচ্ছে সুপ্রিম কোর্ট।