আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেন আরও অস্ত্র চেয়েছে। এসব অতিরিক্ত অস্ত্র বিশেষ করে ইউক্রেনের বিমান বাহিনীর জন্য চাওয়া হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে এ বিষয়ে কথা বলেছেন জানিয়ে বুধবার এক টুইট বার্তায় দিমিত্রি কুলেবা লিখেছেনঃ
“সেক্রেটারি ব্লিঙ্কেনের সাথে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞার (যতক্ষণ না রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে এবং নিজের বাহিনীকে প্রত্যাহার করে নেয়) বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নিষেধাজ্ঞাকে ফাঁকি দেওয়া রোধে সমন্বিত প্রচেষ্টা লাগবে। আমি জোর দিয়ে বলেছি যে, ইউক্রেনের অতিরিক্ত অস্ত্র সরবরাহ প্রয়োজন, বিশেষ করে আমাদের বিমান বাহিনীর জন্য, এখনই।”
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করে বলেছেন, তার দেশ ইউক্রেনের জনগণের পাশে আছে। বাংলাদেশ সময় বুধবার (২ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে ইউক্রেনকে এমন আশ্বাস দেন জো বাইডেন।
