×

ইউক্রেন-বেলারুশ সীমান্তে রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি জেলেনস্কি

আর্ন্তজাতিক ডেস্ক: বেলারুশে নয়। ইউক্রেন-বেলারুশ সীমান্তে রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তিনি সেখানে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠাতে সম্মত হয়েছেন।

বিবৃতিতে তিনি বলেছেন, কোনো পূর্ব শর্ত ছাড়াই রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ইউক্রেন-বেলারুশ সীমান্তে প্রতিনিধি দল পাঠাতে সম্মত হয়েছি আমরা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।