×

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে না হাঙ্গেরি

আর্ন্তজাতিক ডেস্ক: পশ্চিমা বিশ্ব যখন ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে, তখন প্রতিবেশী হাঙ্গেরি জানাল ভিন্ন মত। রাশিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না জানিয়েছে হাঙ্গেরি। এমনকি সুইফট গ্লোবাল আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো শনিবার এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।

হাঙ্গেরি ক্রেমলিনে ওপর নিষেধাজ্ঞার বিরোধিতা করবে জানিয়ে বিবৃতিতে তিনি বলেন, আমি ব্যথিত এবং মর্মাহত এটা দেখে যে আন্তর্জাতিক রাজনীতির কয়েকজন প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভুয়া এবং মিথ্যা বানোয়াট খবর প্রচার করার সাহস করছে।

ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভসহ রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।