×

যুদ্ধের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ

আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়ার আগ্রাসন আতংকে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন ইউক্রেনের রাজধানী কিয়েভে। শনিবারের এই বিক্ষোভে মারিয়া শেরনেংকো বলেছেন, আকংকিত নয়। আমাদেরকে লড়াই করতে হবে দেশের স্বাধীনতার জন্য। এজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের। এদিন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি একই রকম ভাষণ দেন।

তার কণ্ঠই যেন প্রতিফলিত হয়েছে মারিয়ার কণ্ঠে। মারিয়া বলেন, আমি শান্ত আছি। ভালবাসি ইউক্রেনকে।
এ সময় অনেককে যুদ্ধ কোন সমাধান লেখা ব্যানার বহন করতে দেখা যায়। আবার অনেকে প্রতিরোধ কর লেখা ব্যানার বহন করেন।