×

প্রেমিককে চড় মারায় তরুণীর কারাদণ্ড

আর্ন্তজাতিক ডেস্ক: সংগীতশিল্পী জগজিৎ সিংয়ের একটি বিখ্যাত গান আছে, বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও। তবে বেদনা মধুর হলেও প্রেমিকার দেওয়া চড় মোটেও বরদাস্ত করেননি এই যুবক। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রেমিকা সাপটে চড় মেরে বসলে রীতিমতো মামলা করে বসেন তিনি। সেই মামলায় ওই তরুণীকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের লারেডোতে এই ঘটনা ঘটে বলে লারেডো মর্নিং টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, এলিজাবেথ মালডোনাডো মন্টোয়া (২০) নামে ওই তরুণীকে পারিবারিক সহিংসতার অভিযোগে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।

বুলেভার্ড বিশ্ববিদ্যালয়ে কাছে এই ঘটনা ঘটে। ওই তরুণ পুলিশকে জানান, এলিজাবেথের সঙ্গে তার একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে মেজাজ হারান এলিজাবেথ। শান্ত করার জন্য তার হাত চেপে ধরলে প্রেমিকের গালের ডান দিকে চড় মারেন এলিজাবেথ।

বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে এলিজাবেথকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। অবশ্য ওই তরুণের নাম প্রকাশ করা হয়নি।