×

আরব আমিরাতের সামরিক সরঞ্জামবাহী জাহাজ আটক করেছে হুতি

আর্ন্তজাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের পতাকাধারী একটি জাহাজ আটক করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। তারা দাবি করেছে, ওই জাহাজে প্রচুর সামরিক সরঞ্জাম রয়েছে। এদিকে ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন আরব জোট হুতিকে জলদস্যু কার্যক্রমের সঙ্গে যুক্ত বলে দাবি করেছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

এ নিয়ে টুইটারে একটি বিবৃতি দিয়েছে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি বলেন, কোনো ধরণের অনুমতি ছাড়াই ইয়েমেনের জলসীমায় প্রবেশ করে ওই জাহাজ। পরে এটিকে হোদেইদাহ বন্দর থেকে আটক করা হয়। লোহিত সাগর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট।
এদিকে সৌদি জোট দাবি করেছে, ওই জাহাজে করে মূলত মেডিকেল সরঞ্জাম সরবরাহ করা হচ্ছিল।

তারা অস্ত্র পরিবহণের অভিযোগ উড়িয়ে দেয়। সোমবার এক বিবৃতিতে সৌদি জোটের ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি বলেন, হুতিদের অবশ্যই ওই জাহাজ ছেড়ে দিতে হবে। নইলে আরব জোট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দরকার পড়লে শক্তি প্রদর্শনেও পিছপা হবে না।