×

ফিলিপাইনে টাইফুনের তাণ্ডবে নিহত বেড়ে ১৬৯

আর্ন্তজাতিক ডেস্ক: শক্তিশালী টাইফুন রাইয়ের আঘাতে ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে ১৬৯ জনে দাঁড়িয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

গত বৃহস্পতিবার দেশটির মধ্য-দক্ষিণাঞ্চলে টাইফুন রাই ব্যাপক তাণ্ডব চালায়। এতে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বিপর্যস্ত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে।

দ্বীপ প্রদেশ বোহোলের গভর্নর আর্থার ইয়াপ জানান, রাইয়ের আঘাতের পর থেকে প্রদেশে অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ১৩ জন। প্রদেশের ৪৪ মেয়রের মধ্যে ৩৩ জন রাইয়ের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছেন।

বিবিসি জানায়, টাইফুনের আঘাতের পর কিছু কিছু এলাকায় ভূমিধস এবং প্রচণ্ড বন্যা দেখা দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক এলাকার ক্ষয়ক্ষতির তথ্য এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির সেই তথ্য এলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন আর্থার।